Skip to content

অনেক আঁধার পেরিয়ে!

মুহাম্মদ জাবেদ কায়সার (রহিমাহুল্লাহ), যিনি সত্যকে চিনতে পেরেছিলেন, শাশ্বত সত্যকে নিজের মধ্যে লালন করতে পেরেছিলেন। সব সময় চেয়েছিলেন আল্লাহর কথাগুলোকে আধারে নিমজ্জিত মানুষের কাছে পৌছে দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, তিনি পেরেছেন।

জাবেদ কায়সার রহিমাহুল্লার খুব ইচ্ছে ছিল একটি ভাল মৃত্যুর। আল্লাহ তার ইচ্ছা কবুলও করেছেন। ২০১৯ সালে হজ্ব পরবর্তী সময়ে মক্কায় মারা যান তিনি। শায়িত আছেন আল হারাম-এ।

বইটির লিখাগুলো সংকলক করা হয়েছে তার বিভিন্ন সময় দেওয়া ফেসবুক স্টাট্যাস থেকে। ফেসবুকে যারা তার লিখা নিয়মিত ফলো করেন তারা জানেন তার লিখনশৈলী সম্পর্কে। তিনি পাঠকের হৃদয়কে স্পর্শ করতে পারেন।

বইটি কেন পড়বেন?

সত্যকে ধারণ করে জীবনকে সামনে এগিয়ে নেওয়ার জন্য। জীবনের আসল উদ্দেশ্য, গন্তব্য ও নিখাদ বাস্তবতা সম্পর্কে নিজের মধ্যে উপলন্ধি জাগাতে বইটি পড়া চাই। ছোট ছোট লিখা হওয়ায় পাঠক বেশ ভালভাবেই তা নিজের সাথে যোগসূত্র স্থাপন করতে পারবেন। বইটি দ্বীন পালনে ইচ্ছুক ভাই/বোনদের জন্য বেশ অনুপ্রেয়ণাদায়ক হবে, ইনশাল্লাহ।

বইটি এসেছে সমর্পণ প্রকাশনী থেকে। সম্পাদক হিশেবে ছিলেন আসিফ আদনান ও বইয়ের শারঈ সম্পাদনা করেছেন শায়খ আহমাদুল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *