Skip to content

কাজের মাঝে, রবের খোঁজে!

জীবন দৈর্ঘ্যের হিশেবে অনেক ক্ষুদ্র। যাপিত জীবনে আমাদের নিয়মিত ছুটাছুটি। তবে, মাঝে মাঝে আমরা যেন খুব করে চাই আমাদের এই ছুটে চলা জীবন থেকে কিছু সময় বের করে তা ইসলামদের খেদমতে কাজে লাগানোর। বিশেষ করে যারা বোনেরা আছেন তারা। নিজেদের গন্ডির ভেতরে ইসলামের শিক্ষাটাকে ছড়িয়ে দেওয়ার সুযোগ অনেকে অনেক সময় খুঁজে বেড়ায়।

কীভাবে আপনি আপনার গতানুগতিক কাজের মাধ্যমেও দ্বীনকে ছড়িয়ে দিতে পারেন উম্মাহের কল্যাণে, মূলত সেসব নিয়েই এই বই। বইটিতে জায়গা করে নিয়েছে ছোট ছোট কিছু বোনের গল্প যারা গল্পে তাদের নিত্যকার জীবনের ভেতর দিয়েও করে যাচ্ছেন অনন্য সব কাজ।

বইটি থেকে আপনি এমন অনেক দ্বীনি কাজের সন্ধ্যান পাবেন যা হয়ত আপনার কোন ধারণাতেই ছিল না। সেইসব কাজ, যা চারিদিকে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে নিশ্চিত করা যাবে উম্মাহের কল্যাণ।

বইটি কলেবরে বেশ ছোট। ৯৬ পৃষ্ঠার এই বইটি আপনি চাইলে এক নাগাড়েই পড়ে শেষ করে ফেলতে পারবেন। আমিও তাই করেছি। বইটি প্রকাশির হয়েছে সমকালীন প্রকাশন থেকে যার মুদ্রিত মূল্য ১৩৬ টাকা। বইটির লেখক আদিফা আবেদিন সাওদা।

বইটি মাস্ট রিড টাইপ কিছু না তবুও তা আপনার মনে ভাবনার খোরাক জোগাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *