যতটুকু অনুমান করা যায় আগামী বছর পাঠ্যপুস্তকের কন্টেক্স থেকে শুরু করে শিক্ষাক্রমের এক আমূল পরিবর্তন হবে। ইতিমধ্যে অন্তরবর্তীকালীন সরকারের শিক্ষা নিয়ে দৃশ্যমান কিছু পদক্ষেপও চোখে পড়েছে।।
তবে শুধু পাঠক্রমের পরিবর্তনই নয় বরং পুরো শিক্ষা কালচারের মধ্যে যৌক্তিক পরিবর্তন ও মানউন্নোয়ন না করা গেলে গত ১৫ বছরে বাংলাদেশের শিক্ষাব্যবস্থার বেহাল অবস্থা থেকে পরিত্রাণ পাওয়া যাবে না। আর এটির সূচনা হতে হবে একেবারে প্রাইমারি লেভেল থেকে।
আমাদের দেশে উচ্চ শিক্ষা নিয়ে যতটা আলোচনা হয়, প্রাইমারি কিংবা রুট লেভেলের শিক্ষা নিয়ে তেমন আলোচনা চোখে পড়ে না। অযথ আমাদের দেশের প্রাইমারি শিক্ষার ভগ্নদশা বহুদিনের। যেখান থেকে আমাদের কচিকাঁচারা শিক্ষার পরিবেশের সাথে পরিচয় হতে শুরু করে, নতুন নতুন বিষয়ের হাতেখড়ি হয়, সেখানে সরকার কর্তৃক বিশেষ নজর রাখা বেশ সমীচীন।
বিশেষ করে আমাদের দেশের বেশিরভাগ সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষার মান যাচ্ছেতাই। আধুনিক বিশেষ প্রাইমারি শিক্ষার সাথে তুলনা করলে সেটি কোনোভাবে প্রতিযোগিতায় খাতায় নামও লিখাতে পারবে না।
এক্ষেত্রে শিক্ষাদানের মান, ক্লাসের পরিবেশ, স্টুডেন্ট কাউন্সিলিং, মানসিক স্বাস্থ্যসহ আরোও নানা বিষয়ের উপর গুরুত্বারোপ করতে হবে। ছোট ছোট শিক্ষার্থীরা যেন আনন্দের সাথে আধুনিক শিক্ষার সাথে পরিচিত হয় সেটি নিশ্চিত করতে। আমাদের শিক্ষকেরা এখনো গতানুগতিক শিক্ষাদানে অভ্যস্ত। খুব দ্রুতই এই প্রবণতা থেকে বের হয়ে না আসার কোনো বিকল্প নেই।
বিশ্ববিদ্যালয় লেভেল বাদে শিক্ষকতা আমাদের দেশে এখনো আকর্ষণীয় জবে পরিণত হয়নি। আর ঠিক এ কারণেই অনেক মেধাবী ও যোগ্যতা সম্পন্ন তরুণ-তরুণী এই ফিল্ডে আসতে চায় না। বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধি না করলে সামনের বছর গুলোতে এই সেক্টরে আরোও বেশি সংকট তৈরী হবে। আমাদের দেশের শিক্ষকদের ক্লাসের বাইরে টিউশান নেওয়ার প্রবণতা তার অন্যতম একটি কারণ।
প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে প্যারেন্টিং অনেক বড় ভুমিকা পালন করে। তবে আমাদের দেশের প্যারেন্টিং-এর উপর যথেষ্ট উদ্যোগ চোখে পড়ে না। আর তাই প্রাইমারি শিক্ষার মানউন্নোয়নে প্যারেন্টিংকে অন্তর্ভুক্ত না করার বিকপ্ল নেই। শিক্ষা-প্রতিষ্ঠান কর্তৃক অবিভাবকের সাথে কাউন্সিলিং -এর মাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করা যেতে পারে। তবে এখানে শিক্ষকদের ট্রেইনিং আবশ্যক।
সর্বোপরি প্রাইমারি শিক্ষার প্রতি আমাদের সরকার অত্যন্ত যত্নশীল থাকবে এটিই প্রত্যাশা। প্রাইমারি শিক্ষা যত বেশি উন্নত ও মানসম্পন্ন হবে, আমরা যত যোগ্যতা সম্পন্ন নাগরিক পাবো।