Skip to content

Sentence Structure।। বাক্য গঠন।। Grammar Crash Course।। Class 02।। For All Classes

তুমি কি ভালোভাবে গুছিয়ে ইংরেজি বাক্য লিখতে ও বলতে চাও? হ্যা, কেন নয়। কারণ ইংরেজিতে কথা বলা কিংবা লেখার জন্য তো বাক্য জানতেই হবে।

আচ্ছা, আমি ভাত খাই- এই বাক্যটি ইংরেজি তে কি হবে? নিশ্চয় I rice it হবে তাই না?

হ্যা, তাই তো। আমি=I, ভাত= rice, খাই= eat.
এভাবেই তো হয় I rice it.

আসলে বাক্যটি ভুল। সঠিক হলো I eat rice.

এখন তুমি প্রশ্ন করতেই পারো যে এভাবে কেন হবে?

শোন, বলছি

হ্যা, এটা তো ঠিক যে বাক্যের শব্দগুলোর ইংরেজি করেই তো আমরা I rice eat পেয়েছি।

কিন্তু

তোমার মনে রাখতে হবে যে পৃথিবীর সকল ভাষার সকল বাক্য গঠন বা কীভাবে আমরা শব্দগুলো সাজিয়ে বাক্য লিখবো তা একইরকম হয় না।

ঠিক এই কারণেই,

আমি ভাত খাই ‘এর ইংরেজি I rice eat হবে না। হবে, I eat rice.

তাহলে আমাদের এবারে শিখতে হবে ইংরেজি বাক্যগুলো কীভাবে গঠিত হয়। অর্থাৎ কীভাবে সঠিক শব্দ গুলো ভালোভাবে সাজিয়ে আমরা বাক্য লিখতে পারি।

এর জন্য তোমার শিখতে হবে ইংরেজি Sentence Structure আর এটি শিখলেই আমি ভাত খাই কেন I rice eat না হয়ে I eat rice হবে সেটি বুঝতে পারবে।

তবে মনে রাখবে, ইংরেজিতে সব বাক্যের গঠন আবার একরকম হয় না। তাহলে কি আমাদের যত বাক্য আছে সেগুলো কীভাবে বাংলা থেকে ইংরেজিতে সঠিকভাবে লিখবো তার প্রত্যেকটির জন্য আলাদা আলাদা নিয়ম শিখতে হবে না।

এতো প্যারা নেওয়ার দরকার নেই। আমি সহজ করে দিচ্ছি। আগে চলো জেনে নেই একটি ইংরেজি বাক্যে কি কি উপাদান থাকে ও সেগুলো কীভাবে সাজিয়ে লিখলে তুমি সঠিক ইংরেজি বাক্য লিখতে পারবে।

Table of Contents

Video

Download PDF

Quiz

Rustic wood sign with 'Never Stop Exploring' in York, England.

সঠিক Subject, Verb, Object ও Complement চিহ্নিত করো!

1 / 10

He plays cricket, নিচের কোনটি Subject?

2 / 10

She sings beautifully, নিচের কোনটি Verb?

3 / 10

They read books, নিচের কোনটি Object?

4 / 10

The sky is blue, নিচের কোনটি Complement?

5 / 10

John loves Mary, নিচের কোনটি Subject?

6 / 10

Birds fly high, নিচের কোনটি Verb?

7 / 10

He eats an apple, নিচের কোনটি Object?

8 / 10

The room is clean, নিচের কোনটি Complement?

9 / 10

They are happy, নিচের কোনটি Subject?

10 / 10

She is running fast, নিচের কোনটি Verb?

Your score is

The average score is 60%

0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *